রামনবমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা!এদিন মধ্যপ্রদেশের ইনদওরের (Indore) বালেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বহু পুণ্যার্থী।তাঁদের মধ্যে বেশ কিছু পুণ্যার্থী মন্দির চত্বরে একটি কুয়োর ছাদে ভিড় জমিয়েছিলেন।কুয়োর ছাদ অনেক পুরনো হওয়ায় ভার রাখতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।৫০ ফুট নীচে কুয়োর মধ্যে পড়ে যান ৩০ পুণ্যার্থী।প্রথমে মন্দিরে থাকা অন্যান্য ভক্তরাই উদ্ধারকাজে হাত লাগান।খবর পেয়ে ভানাড়ওয়ারকুয়ান পুলিশ ও উদ্ধারকারী দল তড়িঘড়ি ঘটনাস্থলে যায়।তারাই উদ্ধার কাজ শুরু করে।

 

পুলিশ সূত্রে খবর, ২ শিশু-সহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরো জানা গেছে,এই দুর্ঘটনায় দুই মহিলা-সহ মৃত্যু হয়েছে চার জনের।

এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্ধারকাজ চলছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা হবে। আমি বিশ্বাস করি সকলকেই অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হবে।’ ইন্দোরের কালেক্টর টি রাজা জানান, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

 

আরো পড়ুন:Bagladesh:বৃক্ষ সংরক্ষণর বার্তা ছড়িয়ে দিতে,বাংলাদেশ থেকে সাইকেলে মুর্শিদাবাদে এলেন যুবক