মর্মান্তিক ভাবে বাবাকে খুনের অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে।এরপরই ছেলের কঠোরতম শাস্তির বিরুদ্ধে সরব হলো গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পটাশপুর থানার এগরা-পটাশপুর রাজ্য সড়কের উপরে খড়াই শ্যামসুবাড় এলাকায়।রবিবার রাত প্রায় ৮ টা নাগাদ অভিযুক্তের শাস্তির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।এমনকি পটাশপুর থানার পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়ে স্থানীয় এলাকার বাসিন্দারা।পাশাপাশি পুলিশকে ঘিরে বেশকিছুক্ষণ চলে বিক্ষোভ!সেইসঙ্গে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কাধাক্কি করে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে।অবশেষে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত ২৩ মার্চ পটাশপুর থানার খাটুয়াবাড় গ্রামের ৫৫ বছরের ধীরেন পাত্র নামের এক ব্যক্তির মৃত্যু হয়।এরপর দিন অর্থাৎ ২৪ মার্চ বেলার দিকে মৃতের পরিবার-সহ বেশ কয়েকজন মিলে তাঁকে দাহ করে।কিন্তু এই মৃত্যু স্বাভাবিক নয়।তাদের অভিযোগ, মৃত ব্যক্তিকে তাঁর পরিবারের লোকজন মিলে পিটিয়ে মেরে ফেলে।তাদের কথায়,এরপরই গ্রামবাসীরা অভিযুক্তদের ধরে এনে স্থানীয় গ্রামের এক মন্দির প্রাঙ্গণে বসিয়ে তবে অভিযুক্ত ৪০ বছরের গুণধর ছেলে উত্তম পাত্র,৩০ বছরের স্ত্রী সীতা পাত্র,এবং ৪৮ বছরের মা সুমিত্রা পাত্রকে বেশ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করে।এরপরই এদিন সন্ধ্যা নাগাদ তিন অভিযুক্ত ব্যক্তি গ্রামবাসী ও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুন করেছে বলে স্বীকার করে নেই।
ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের নিয়ে পটাশপুর থানায় রওনা দিয়েছে।তবে কি কারণে তারা মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কেউই স্পষ্টভাবে কিছু বলতে রাজি হয়নি।
আরো পড়ুন:Jonathan Majors : বান্ধবীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন জনপ্রিয় মার্ভেল তারকা জোনাথন মেজর্স!