মোদী সরকারকে চ্যালেঞ্জ করে ধরনায় বসতে চলেছেন (Mamata) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কারণ ক্ষমতায় আসার বহু বছর পর ধরনায় বসতে চলেছেন বাংলার ফায়ার ব্র‌্যান্ড লেডি।

আজ, মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, লাঞ্ছনা এবং নয়াদিল্লির একনায়ক মনোভাবের বিরুদ্ধে ধর্নায় বসছেন তিনি।

আগামী ২৯ মার্চ দুপুর ১২টায় বিধানসভায় বাবাসাহেব আম্বেদকরের

মূর্তির পাদদেশে ধরনায় বসবেন (Mamata) মুখ্যমন্ত্রী। টানা দু’‌দিন চলবে (‌৩০ মার্চ)‌ এই ধরনা। এদিন তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনা কর্মসূচি করব।’‌

মুখ্যমন্ত্রী বলেন, ‘‌১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা-কোনও প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না।

যে কাজ এখানে হয়ে গিয়েছে, সেই টাকাও আটকে রেখেছে। তাই বাধ্য

হয়েই এই ধরনা কর্মসূচি নিতে হয়েছে। একাধিক চিঠি দেওয়া হয়েছে। তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ জারি রেখেছে।’‌

এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌১০০ দিনের কাজে শ্রমিকদের

মজুরি বাবদ সাত হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। শ্রমিকরা কাজ করেছেন। কিন্তু তাঁদের মজুরি আটকে রেখেছে নয়াদিল্লি।

সব মিলিয়ে নয়াদিল্লির কাছে বাংলার পাওনার পরিমাণ এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা।’‌ আর তা পেতেই এই ধরনা।