বাঁকুড়া (Bankura) পুলিশ সুপার ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে গ্রামের ছোটো ছেলে-মেয়েদের পড়াশোনার শেখানোর পালা। পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কোনো নির্দিষ্ট সময়সূচি থাকবে না। বরং, কাজের ফাঁকে অর্থাৎ তাদের যখন সময় হবে, তখনই তারা পড়াতে পারবেন।

তিনি আরও জানিয়েছেন যে, মূলত জঙ্গলমহল ও আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি-সহ মুসলিম এলাকাগুলিকেও শিক্ষার আলোয় শিক্ষিত করাই তাঁদের উদ্দেশ্য। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে, এই সকল এলাকার ছেলে-মেয়েরা পড়াশোনায় অনেকটাই পিছিয়ে, আর তাই তাদেরকে প্রথম সারিতে নিয়ে আসা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।

প্রাথমিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পঠন-পাঠনের কাজ শুরু করতে চলেছে। তাছাড়া, সিভিক ভলেন্টিয়াররা তো রয়েছেনই। এছাড়াও, কখনো কখনো পুলিশ আধিকারিকদেরও দেখা যাবে এখানে। উল্লেখ্য, যে স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্দেশ্য সাফল্য করতে এগিয়ে এসেছে, তাদের সংস্থাটির নাম ‘অঙ্কুর’। অঙ্কুর একদিন গাছে রূপান্তরিত হয়ে ওঠে, আর সেদিকে লক্ষ্য রেখেই এমন পরিকল্পনা এই সংগঠনের।

 

আরো পড়ুন:Saltlake:সল্টলেকের সেক্টর ফাইভে বিএসএনএল- এর গুদামে ভয়ংকর আগুন!ঘটনাস্থলে দমকলমন্ত্রী