শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হল বারাসাত (Barasat) রেল স্টেশন।যেখান দিয়ে শহরের যে কোনো প্রান্তে যাওয়া যায়।তবে এবার সেই রেল স্টেশন ‘মডেলস্টেশন’ থেকে বাদ পড়েছে।তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ১০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পালের Debobrata নেতৃত্বে বারাসাত স্টেশন ম্যানেজারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।পাশাপাশি এই বিষয়ে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে ক্ষোভ উগরে দেন এদিন পৌরপিতা দেবব্রত পাল।

এদিন ডেপুটেশন জমা দেওয়ার পর পৌরপিতা বলেন,-“কয়েক দিন আগে রেলমন্ত্রী ‘অমৃত ভারত স্টেশন’ স্কিম ঘোষণা করেছে।যেখানে ৬০ টি রেল স্টেশনকে মডেল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।কিন্তু সেই ‘মডেল স্টেশন’ থেকে বাদ গিয়েছে বারাসাত রেল স্টেশনের নাম।”

পৌরপিতার কথায়,-“আমরা এতে খুব অবাক হয়েছি।কারণ বারাসাত এত জনবহুল শহর।এখানে উত্তর ২৪ পরগনার হেড কোয়ার্টার রয়েছে।পাশাপাশি মেডিকেল কলেজ থেকে শুরু করে সব রকম পরিকাঠামো রয়েছে বর্তমানে।সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এখানে মেট্রো পরিষেবা আনছে।এরকম একটা স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ স্কিম থেকে বাদ দেওয়া হয়েছে।তারই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি পালন।”এখন এই কর্মসূচি পালনের পর আদেও বারাসাত স্টেশন এই অধিকার পায় নাকি,সেদিকেই নজর সবার!

 

আরো পড়ুন:Madhyamik 2023:শুরু মাধ্যমিক পরীক্ষা,প্রশ্ন ফাঁস রুখতে কড়া পর্ষদ