৩৪ বছরের বাম যুগের অবসান ঘটে,এখন বারাসাতের বুকে শুধু রাজত্ব চলছে তৃণমূল দলের।কিন্তু তারপরেও কোনো সংস্কার হয়নি বারাসাতের (Barasat) ডাম্পিং গ্রাউন্ডের।বারাসাত পৌরসভা বলছে এর জন্য দায় বাম যুগের।কারণ তখন জঞ্জাল ফেলার জায়গা তৈরি করেনি বামপন্থীরা।তবে এখন প্রশ্ন উঠছে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস আসার পর,কেনো এই ব্যাপারে কোনো সমাধান করতে পারলো না তারা?এই বিষয়ে কি তৃণমূল দলের কোনো খামতি নেই?

আসলে বারাসাতের বুকের ডাম্পিং গ্রাউন্ডের অভিযোগ আজ নয়।১৫৫ বছর ধরে অবিরাম চলছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই অভিযোগ।কিন্তু তাও হয়নি কোনো সমাধান।বারাসাত পৌরসভা যতবারই ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা করেছে ততবারই ব্যর্থ হয়েছে।কিন্তু কেনো হয়েছে তারা ব্যর্থ?কেনো এই বিষয়ে নজর দিচ্ছে না পৌরসভা?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,-প্রতিদিন বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে না পৌরসভার গাড়ি।এদিকে পৌরসভার দাবি,-বাম আমলে পরিকল্পনা করে তৈরি করা হয়নি নগর।বাসিন্দাদের আবর্জনা জঞ্জাল ফেলার জায়গা তৈরি করেনি তৎকালীন পৌর বোর্ড।নিয়মিত সব ওয়ার্ডে আবর্জনা সংগ্রহ করার মত গাড়ি পৌরসভার এতদিন ছিল না।তবে আগের তুলনায় বাড়ানো হয়েছে গাড়ির সংখ্যা।আগামী দিনে কেনা হবে আরো গাড়ি।বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় দেখা গেল যত্রতত্র আবর্জনা স্তূপ।পৌরসভার দাবি,-নাগরিকরা ফেলছে এই আবর্জনা। আর নাগরিকদের দাবি,-পৌরসভার গাড়ি বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে রাস্তার পাশে থাকা জায়গায় পেলেই ফেলে রেখে যাচ্ছে।ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে।এদিকে বারাসাত পৌরসভার দাবি,-জমি সমস্যার কারণে আবর্জনা সম্পূর্ণ সেখানে ফেলা যাচ্ছে না।তবে আবর্জনা না জমিয়ে সেগুলি থেকে সার তৈরীর চেষ্টা চলছে।পরীক্ষামূলকভাবে সার তৈরি ও করা হচ্ছে।আগামী দিনে ডাম্পিং গ্রাউন্ডের সংখ্যা আরো বাড়ানো হবে।তখন বারাসাতবাসী মুক্তি পাবে জঞ্জাল আবর্জনা থেকে।এখন বারাসাত বাসীর ১৫৫ বছরের এই সমস্যা কবে মেটাতে পারে পৌরসভা,সেই অপেক্ষায় বারাসাতবাসীরা!

 

আরো পড়ুন:Bonga:পায়ে হেঁটে বাংলাদেশের ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতে পারি ৭ ভারতীয়-র!দেশে ফিরতেই বরণ করে নিলেন বনগাঁর প্রধান