আশা কর্মীদের বিক্ষোভে ফের তুলকালাম কান্ড বাঁধলো সল্টলেকের (Saltlake) স্বাস্থ্য ভবনের (Swastho Bhavan) সামনে।দেখা যায়,মঙ্গলবার দুপুর ১টা নাগাদ বেতন বৃদ্ধি-সহ ১২ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন আশাকর্মীরা।এরপরই রীতিমত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্য ভবনের সামনে।একদিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা শুরু হয়।অপরদিকে চলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি।

আর তাতেই অসুস্থ হয়ে পড়েন ২ জন আশাকর্মী।তাঁদের মধ্যে ১ জনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনার পরই বিক্ষোভরত আশাকর্মীদের ১২ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে স্বাস্থ্য ভবনে যায়।এদিন স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নেওয়া আশা কর্মীরা বলেন,কেন্দ্র এবং রাজ্য সরকার তাঁদের সঙ্গে তঞ্চকতা করছে।সব কাজে জুড়ে দেওয়া হচ্ছে আশাকর্মীদের।কিন্তু পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।এক আশা কর্মী বলেন,’আমাদের কাজ মা ও শিশুদের যত্ন নেওয়া।কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা থেকে সরকারের বিভিন্ন কাজের সমীক্ষা করা—সবেতে আমাদের জুড়ে দেওয়া হচ্ছে।অথচ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’

উল্লেখ্য,সম্প্রতি নবান্ন সূত্রে জানা গিয়েছিল,আশাকর্মীদের জন্য ২৬০৬টি নতুন পদ তৈরি করা হচ্ছে।পঞ্চায়েত ভোটের আগেই আশাকর্মীদের নিয়োগ করা হতে পারে।বিভিন্ন জেলায় আশাকর্মীর অভাব রয়েছে,সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন করে নিয়োগ শুরু হবে।এর মধ্যেই ১২ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করলেন আশাকর্মীরা।এমনকি দাবি পূরণ না হলে আগামী দিনে প্রতিবাদের ঝাঁজ জোরালো করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এদিন আশাকর্মীরা।সব মিলিয়ে বলা যায়,পঞ্চায়েত ভোটের আগে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি।

 

আরো পড়ুন:Rakhi Sawant : পুলিশি হেফাজতে রাখি সাওয়ান্তের স্বামী আদিল!