বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রাম কেন্দ্রীয় অটো রিক্সা ইউনিয়নের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটির শুভ সূচনা করেন রাজ্যের খাদ্য ও সরাবরাহ দফতরের মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন,-মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস ব্যানার্জী,মধ্যমগ্রাম আই এন টি টি ইউ সির সভাপতি তথা ইউনিয়ন সম্পাদক কুমারেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।এদিনের অনুষ্ঠানের মাধ্যমে শান্তির সঙ্গে ঐক্যবদ্ধভাবে সবাইকে থাকার বার্তা দেন খাদ্যমন্ত্রী।

সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে মন্ত্রী বলেন,-ভারতবর্ষের মতো এমন দেশের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ধন্য।তবে আমাদের দেশের গনতন্ত্রকে বারবার নষ্ট করার চেষ্ঠা চলছে।কিন্তু ভারতবর্ষের বুনিয়াদ এত শক্ত,সেই গনতন্ত্রের বুনিয়াদে কেও থাকতে পারে না।আরো বলেন,- আমাদের রাজ্য সরকারও বরাবর আমাদের দেশের নীতিগুলো বাঁচানোর জন্য একের পর এক কর্তব্য পালন করে চলেছে।নানা প্রকল্প শুরু করেছে যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।

মন্ত্রীর আরো সংযোজন,-আমাদের এই দেশে বরাবরই বীর যোদ্ধাদের জন্ম হয়েছে।অতীতে যেমন বীর যোদ্ধাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি।ঠিক তেমন এখনো পাচ্ছি।বর্তমানের সৈনিকরাও আমাদের ভারতবর্ষের মানচিত্রকে বাঁচানোর জন্য মরণপণ লড়াই করে চলেছে।

 

আরো পড়ুন:Firhad Hakim:’রতন টাটার বিপক্ষে ছিলাম না, শিল্প আমরাও চাই’:ফিরহাদ