কোভিডকালের (covid times) অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সংক্রামক রোগীকে প্রয়োজনীয় পরিষেবা দিতেই জন্ম রোবট নার্স (robot nurse)।জানা গিয়েছে,এই রোবট নার্স শুধু যে জ্বর মাপতে পারবে তা নয়।তার সঙ্গে ওষুধ খাওয়ানো কিংবা গলা থেকে নমুনা সংগ্রহ-সবই করতে পারবে।প্রয়োজনে রোগীর প্রশ্নের জবাবও দিতে পারবে।বৃহস্পতিবার মধ্যমগ্রামের এক বেসরকারি হাসপাতালে এমনি এক রোবট নার্সের যাত্রা শুরু হলো রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত ধরে।
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,সংক্রামক রোগীর কাছে না গিয়েও তাঁকে ইঞ্জেকশন সহ সমস্ত পরিষেবা দিতে পারবে ৫ ফুট উচ্চতার এক রোবট।শরীর থেকে রক্ত সংগ্রহ করে পরীক্ষাকেন্দ্রেও পাঠিয়ে দেবে এই রোবোটিক নার্স নিজেই।আগামী এক বছরের মধ্যে এই রোবট সম্পূর্ণভাবে পরিষেবা দেবে।রোগীর জ্বর মাপা থেকে সময় মতো ওষুধ দেওয়া,সবকিছুই করবে এই রোবট।আরো দাবি করেন,-এই রোবটকে একাধিক পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।তবে,সে ব্যাপারে ওই রোবট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলে এগোতে হবে।
রথীন ঘোষ জানিয়েছেন,-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বেসরকারি হাসপাতালগুলিকে নিত্যনতুন পরিষেবার ক্ষেত্রে উত্সাহ দেন।আপাতত কিছু পরিষেবার ক্ষেত্রে এই রোবট ব্যবহার করা হলেও পরবর্তীতে এই হাসপাতালে রোবটিক সার্জারিও চালু করার পরিকল্পনা রয়েছে।তিনি আরো বলেন,-এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কাজ করাটা মানুষের পক্ষে সম্ভব হয় না,সেখানেই কাজে লাগানো হবে রোবটকে।