রবিবার এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।আর এদিনের ওই অনুষ্ঠানের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আরও এক বছর বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে খাদ্যমন্ত্রী বলেন,- এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছে কেন্দ্র সরকার।মুখ্যমন্ত্রীকেই অনুসরন করছেন কেন্দ্রীয় সরকার।অনেক দেরিতে হলেও বুঝেতে পেরেছেন।

খাদ্যমন্ত্রীর মতে,-“অনেক জায়গায় কাছাকাছি রেশন না থাকার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন দুয়ারে রেশন শুরু করবো।আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিনামূল্যে রেশন দেন।আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন সমস্ত রেশন ব্যবস্থাটাই বিনা পয়সায় হবে।”এরপরই ভারতীয় স্বাধীনতা সংগ্রামী গোপাল কৃষ্ণা গোখলের একটি মন্তব্য নিয়ে এসে তিনি বলেন,-“গোপাল কৃষ্ণা গোখলে একবার একটা কথা বলেছিলেন,বাঙালি যা আজকে ভাবে,ভারত সেইটা কাল ভাবে।সেই কথার সারমর্ম বরাবর বুঝিয়ে দেন বাঙালিরা।”

তিনি আরো যোগ করে বলেন,-“আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকারের কোনো রাজ্যনৈতিক বক্তব্য থাকলে তারা রাজ্যনৈতিক বক্তব্য না দিয়ে,শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেহ করতে থাকেন।এবং তার জন্য বিভিন্ন কু-কথা বলতে থাকেন।”

দেখা যায়,রবিবার নীলগঞ্জ মালিকাপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক রক্ত দান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হয়।আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত,পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ উত্তম দাস,সাধারণ সম্পাদক কুণাল সেন সহ বিশিষ্টজনেরা।আর এদিনের এই অনুষ্ঠানের মঞ্চে থেকে কেক কেটে বড়দিন উৎসব পালন করে কর্মীদের মুখে কেক তুলে স্বয়ং খাদ্যমন্ত্রী।

 

আরো পড়ুন:Narendra Modi:বছর শেষ ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি