একাধিক মন্ত্রীর উপস্থিতিতে শনিবার নৈহাটি (Naihati) রেল মাঠে সাড়ম্বরে সূচনা করা হয় ১১ তম নৈহাটি উৎসবের।দেখা যায়,এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,মলয় ঘটক,রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক,বিশিষ্ট অভিনেতা আসানসোল লোকসভার সংসদ শত্রুঘ্ন সিনহা,ব্যারাকপুর লোকসভার সংসদ অর্জুন সিং,বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী,এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দেন ফিরহাদ হাকিম।

মূলত,সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বৈঠক করে শুভেন্দু অধিকারী দাবি করছেন,মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মুখ্যমন্ত্রী থেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ করবেন।এদিন তাঁরই পাল্টা জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন,-“বিরোধী দলনেতা দয়াতে মমতা ব্যানার্জি,মুখ্যমন্ত্রী নন।বাংলার মানুষ বলেছেন মমতা ব্যানার্জি ছিলেন,আছেন,থাকবেন।আর বাংলার মানুষের অধিকার তো বিরোধী দলনেতা কেড়ে নিতে পারবেন না।”

পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রীও।তিনি বলেন,-“অন্যান্য মেলার থেকে এই মেলার একটা আলাদা গুরুত্ব আছে।বড়দিনের আগে,নতুন বছরের আগে যে মেলা আয়োজন করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই।মেলা সকলকে একটা মেলবন্ধন ঘটিয়ে দেই,এই মেলাতেও তাই হলো।আমি চাই এই মেলা আরো বড় হোক।”

 

আরো পড়ুন:Projapoti-Haami 2-Hatyapuri : একই দিনে মুক্তি পেলো তিন বাংলা ছবি প্রজাপ্রতি, হামি ২, হত্যাপুরী