তিনি শুধু ডাক্তার না,একাধারে সমাজসেবীও।অর্থাৎ মানব সেবা এবং সমাজ সেবা,এই দুটোকেই সমানভাবে করে যান তিনি।এমনি একজন মানুষ হলেন বারাসাত ২১ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি তথা ডাক্তার বিবর্তন সাহা (Bibartan Saha)।বৃহস্পতিবার ডাক্তার বিবর্তন সাহার ছেলে সারদ্বত সাহার ছিল জন্মদিন।ছেলের সেই জন্মদিনে পালন করলেন তিনি মানব সেবা দিয়ে।

দেখা যায় বৃহস্পতিবার ছেলের জন্মদিন উপলক্ষে বারাসত সমন্বয়ের মাধ্যমে দুই দুঃস্থ প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার তুলে দেন তিনি।আর ডাক্তারবাবুর এমন মানব সেবা দেখে খুব স্বাভবিকভাবেই খুব খুশি হন সাধারণ মানুষরা।ডাক্তারবাবুর এমন কাজের সাক্ষী থাকতে এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভারতীয় জিমন্যাস্টিক দলের কোচ রাখি দেবনাথ, বারাসত সমন্বয়ের কর্ণধার প্রসন্ন বসু সহ বিশিষ্টরা।

এমন উদ্যোগ প্রসঙ্গে এদিন প্রসন্ন বসু জানান,-” ডাঃ বিবর্তন সাহা তাঁর ছেলের জন্মদিন উপলক্ষে ওই দুই প্রতিবন্ধীকে দুটো হুইলচেয়ার দিলেন।এরফলে তারা কারোর সাহায্য ছাড়াই নিজেরাই এখন যাতায়াত করতে পারবেন।ডাক্তারবাবুর এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।”তবে হুইল চেয়ার প্রদানই নয়,একইসঙ্গে এদিন টিটাগড়ের একটি অনাথ আশ্রমের আবাসিকদের জন্য পর্যাপ্ত চালও পাঠান ডাক্তারবাবু।এই প্রসঙ্গে এদিন স্বয়ং ডাক্তারবাবু সংবাদমাধ্যমের সামনে জানান,-“সারাবছর মানুষের সেবা করাই আমার ধর্ম।ছেলের জন্মদিনেও তাই সাধারণ মানুষের যাতে উপকার হয় তার জন্য ছোটো চেষ্টা করলাম।”

 

আরো পড়ুন:Kiara Advani: রাতে বিছানায় যাওয়ার এত তাড়া কিসের কিয়ারার? কপিলের প্রশ্নে হেসে উঠলেন গোটা শুটিং ফ্লোর