অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan) ভারতরত্ন দেওয়া উচিত,চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকে আজ এমনই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।তাঁর কথায়,’যদিও অফিশিয়ালি নয়।তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব।ভারতরত্ন অমিতাভ বচ্চনজি।’মুখ্যমন্ত্রী আরও বলেন,’অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন।তিনি মানুষ হিসেবেও খুব বড়।তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।’
এদিন উদ্বোধনী অনুষ্ঠান ছিল দীর্ঘ।মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেষ বক্তা।তাঁর আগে দীর্ঘ বক্তব্য রাখেন অমিতাভ বচ্চন।তিনি সিনেমার জগতের ইতিহাস নিয়ে কথা বলেন।মূলত,রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন অমিতাভ, এমনটাই জানতেন সকলে।তবে এদিন উত্সবের আবহেই যেন কেন্দ্রকে খোঁচা দিলেন জয়া বচ্চন ভাদুড়ির স্বামী।বলেন,মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে এখন।আর তাতে সায় জানান উপস্থিত একাধিক তারকারাও।বক্তব্যের শুরুতে এদিন অমিতাভ বলেন,’তিনি বাংলার জামাইবাবু ছিলেন, আছেন এবং থাকবেন।’
এদিন সন্ধ্যায় অমিতাভ বচ্চনের পরে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি উঠেই এসেই বলেন,অমিতাভ বচ্চন লিভিং লেজেন্ড।তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।
মূলত,এদিন চলচ্চিত্র উত্সবের সূচনা হয় অমিতাভ বচ্চন এবং অরিজিত্ সিংয়ের গান দিয়ে।মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল।উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়,দেব,রঞ্জিত মল্লিক,ঋতুপর্ণা সেনগুপ্ত,কোয়েল মল্লিক সহ প্রায় গোটা টলিপাড়া।প্রদীপ জ্বালিয়ে ২০২২ সালের চলচ্চিত্র উত্সবের আনুষ্ঠানিক সূচনা করেন অমিতাভ বচ্চন।