আজ প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষা।এদিকে টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল (Gautam Pal)।পর্ষদের নির্দেশিকার ফলে আগেই মনে করা হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হবে রবিবার প্রাইমারি টেট পরীক্ষা।এরপরও পরীক্ষায় বিঘ্ন ঘটার আশঙ্কা করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

শনিবার টেট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।সেখানে পর্ষদ সভাপতি বলেন,-“পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে,কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন।”পরবর্তীতে যদিও তিনি জানান,-“প্রশাসন এই বিষয়ে অবগত আছে,সতর্ক আছে।আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে,বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে,তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন।”

এরপরই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিনি বলেন,-“প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কোনরকম সুযোগ নেই।কারণ আগামীকাল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন। কেন্দ্র রয়েছে ১,৪৬০ টি।প্রত্যেকটি কেন্দ্রে ফেস স্ক্যানারের মাধ্যমে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নেওয়া হবে।প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর নির্দিষ্ট নথি পত্র নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।”এরপরই তিনি মনে করিয়ে দেন,-এই পরীক্ষাকে সুস্থ ভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে। পর্ষদের সব দিকে নজর থাকবে।তিনি আরো বলেন, ”আমরা এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম করেছি, সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রগুলিতে কী হচ্ছে, তা আমরা দেখতে পাব।কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮।সারা দিন এই নম্বর খোলা থাকছে।”

এদিন বৈঠকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি জানান,-“কোয়েশ্চেন বুকলেটটি পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন বাড়িতে।এছাড়াও ওএমআর শিট থাকবে দু কপি।একটি যেটি অরিজিনাল সেটি বোর্ড জমা নিয়ে নেবে।আর অপর একটি কপি ক্যান্ডিডেট নিজে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন।”

 

আরো পড়ুন:Gautam Pal:রাত পোহালে টেট পরীক্ষা! প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক সিদ্ধান্ত পর্ষদের