সামনেই পঞ্চায়েত নির্বাচন।তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সৌজন্যে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে।যা দেখে হতভম্ব গোটা রাজনৈতিক মহল।এমনকি মুখ্যমন্ত্রীর মুখে শুভেন্দুকে উদ্দ্যেশ্য করে ভাই ডাকও শোনা গিয়েছে।আর এরপরই শুরু হয়েছে তুমুল চর্চা।তবে এই সৌজন্য সাক্ষাত্‍কে ‘নিয়ম’ হিসাবেই দেখছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

তিনি বলেন,রাজনৈতিক ব্যবধান সত্ত্বেও বিধানসভার সমস্ত কর্মসূচিতে দু’জনেই সমান ভাবে অংশগ্রহণ করবেন,সেটাই প্রত্যাশিত।জানা যায়,শনিবার জাতীয় সংবিধান দিবসের অনুষ্ঠানে বিধানসভায় উপস্থিত ছিলেন স্পিকার। সেখানেই শুভেন্দু-মমতার সৌজন্য সাক্ষাত্‍ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,”শুভেন্দুকেই ভাইয়ের মতোই দেখতেন মুখ্যমন্ত্রী।শিশিরবাবুকে সম্মানের চোখেই দেখা হয়ে।শ্রদ্ধা করি।দল পরিবর্তন করলেই ব্যক্তিগত সম্পর্ক খারাপ হতে হবে,সেটা আমি মনে করি না।সবার সংযত ভাষা ব্যবহার উচিত।মুখ্যমন্ত্রী দেখিয়েছেন সেটা।”

উল্লেখ্য, শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যের মাঝে শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন,”আপনি এক সময় কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে ছিলেন।আপনার বাবা সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি।”

আর শাসক বিরোধী সমন্বয়ের যে বার্তা মমতা দিয়েছেন,সেই প্রসঙ্গে স্পিকার বলেন,”এটা ভাল,এটাই নিয়ম।বিধানসভা কোনও বিশেষ রাজনৈতিক দলের নয়।ওরা সব কিছুতে অংশ নেবে এটাই প্রত্যাশিত।কার সঙ্গে বিধানসভার বাইরে কী সম্পর্ক জানি না।কিন্তু বিধানসভার ভিতরে কী হয় সেটাই দেখার।বিধানসভায় মুখ্যমন্ত্রী সেটাই বুঝিয়েছেন।পাশাপাশি,ভাষা নিয়ে বিরোধীদের তোপ দেগেছেন স্পিকার।তাঁর দাবি,বাইরের ভাষা বিধানসভায় ব্যবহার করা উচিত নয়,সেটা সবার বোঝা উচিত।”

 

আরো পড়ুন:ED : পার্থর বিরুদ্ধে চার্জশিট, জানেন না বিধানসভার স্পিকার বিমান