এবার হকার সমস্যায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার কলকাতা পৌরসভার মেয়র কাঠগোড়ায় পুলিশকে দার করান তিনি।এদিন বলেন, “আমিও হকারের পক্ষে আন্দোলন করেছি, কিন্তু একটা সিস্টেম থাকে। এক-তৃতীয়াংশ জায়গায় হকার বসবে। দুই-তৃতীয়াংশ জায়গা খালি থাকবে। আমি হকার ইউনিয়ন করা মানে আমি যেখানে ইচ্ছে হকার বসিয়ে দেব, এটা হতে পারে না। পুলিশকে কড়া হতে হবে। এটার জন্যই বিনীত গোয়েলজিকে চিঠি দিয়েছি। আমার মনে হয় ওঁনার নজরে যদি আসে, তাহলে উনি যদি নির্দেশ দেন তাহলে পুলিশ কাজ করবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র আরও বলেন, “হকাররা যে ভাবে বসে পড়ছে তাতে বিভিন্ন বাজারের দোকানগুলোর সমস্যা হচ্ছে। তারা আমাকে বার বার চিঠি দিয়ে বলছে, আমরা পুরকর দিই, ব্যবসা করার জন্য অন্যান্য কর দিই। অথচ আমাদেরই ভুগতে হচ্ছে।”

এরপরই পুরমন্ত্রী এদিন সাফ জানান,”কেউ হকার ইউনিয়ন করেন মানে এই নয় যে যা ইচ্ছে তাই করবেন। এগুলো বরদাস্ত করা যায় না। আমি কলকাতার পুলিশ কমিশনারকে ব্যাপারটা দেখতে বলেছি। উনি কিছু না করলে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাব।”

 

আরো পড়ুন:Firhad Hakim:ডেঙ্গি সচেতনতা অভিযানে পথে নামলেন ফিরহাদ হাকিম!