বারাসাত (Barasat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রখ্যাত দন্ত চিকিৎসক ডাঃ সুমিত কুমার সাহার উদ্যোগে রবিবার বারাসাত ডাক বাংলো মোড় সংলগ্ন বারাসাত এসোসিয়েশনের মাঠে এক বর্ণাঢ্য ইলিশ উৎসবের আয়োজন করা হয়।

এই উৎসবে এদিন উপস্থিত ছিলেন,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী,বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জি,মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ,পৌরপরিষদ সৌমেন আচার্য,অরুন ভৌমিক,পৌরপ্রতিনিধি দেবব্রত পাল,সুমির কুন্ডু,পম্পি মুখার্জি,অরূপ কুমার ঘোষ,এবং ছাত্রনেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।আর এদিনের এই একদিন ব্যাপী ইলিশ উৎসবের নাম রাখা হয়েছিল,-চেটেপুটে।রবিবার ঠিক বেলা বারোটা নাগাদ খাদ্যমন্ত্রীর হাত ধরেই এদিনের এই ইলিশ উৎসবের উদ্বোধন করা হয়।

পাশাপাশি এদিনের এই উৎসবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হৃদয়পুর নব সোপানের ফুড ব্যাঙ্কে আসা একশো জন অসহায় শিশু।যাদের ওই অনুষ্ঠান প্রাঙ্গনেই ভোজন করানোর পরই শুরু হয় ইলিশের হরেক পদের স্বাদ গ্রহণের পর্ব।আর এদিনের উৎসবকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে ছিল উন্মাদনা তুঙ্গে।

 

আরো পড়ুন:Mamata Banerjee:বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রাম সফরে মমতা!