তিন বছরে শহরে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৩০০, সৌজন্যে (KMC) কলকাতা পুরসভা

এই কর্মযজ্ঞ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের সহযোগিতায়।

কলকাতা পুরসভা সূত্রে খবর, চলতি বছরেই কলকাতায় প্রথম স্যাটেলাইট হেল্থ সেন্টার চালু করা হবে।

আগামী ৩১ শে মার্চের মধ্যে অর্থাত্‍ চলতি অর্থবছরে আরও ২০ থেকে ২১টি স্যাটেলাইট হেল্থ সেন্টার তৈরি করবে পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের প্রথম ‘স্যাটেলাইট হেলথ সেন্টার’ পেতে চলেছে বেলগাছিয়ায় ৩ নম্বর ওয়ার্ড।

প্রতিটি ওয়ার্ডে নতুন করে স্যাটেলাইট হেলথ সেন্টার চালু হবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল।

মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে নতুন পুর-বোর্ড গঠন হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কলকাতা পুরসভার (KMC) নির্বাচনের আগে ফিরহাদ হাকিম এবং অতীন ঘোষ প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহরের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা হবে।

সেই প্রতিশ্রুতি মতো শহরে পুর স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হতে চলেছে।

বর্তমানে কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। প্রতি ওয়ার্ড পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।

আগামী ৩ বছরে আরও ১৫৩টি নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে বিভিন্ন ওয়ার্ডে। এর ফলে পুরসভা এলাকায় মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ২৯৭।

নতুন যে স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি করা হবে তার জন্য নতুন করে চিকিত্‍সক, নার্স, স্বাস্থ্যকর্মী থাকবেন।

পুর স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, আপাতত ১৭টি স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরির জন্য হাতে টাকা এসেছে।

খুব দ্রুত আরও ৫টির জন্য বরাদ্দ চলে আসবে। পুরনো নিয়ম অনুযায়ী ৫০ হাজার জনসংখ্যা পিছু একটি করে পুর স্বাস্থ্যকেন্দ্র গড়া হত।

সেই পরিকল্পনা থেকে সরে এসে এবার প্রতি ১৫ হাজার জনসংখ্যা পিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে।