টলিউডের জনপ্রিয় পরিচালক বিষ্ণুপাল চৌধুরী ( Bishnu Pal Choudhury) ক্যান্সারে আক্রান্ত। ফুসফুসের জটিলতা নিয়ে বহুদিন ধরেই তিনি ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারতও ছিলেন তিনি ।
একাধিক টেস্ট করার পর জানতে পারা যায় , পরিচালকের( Bishnu Pal Choudhury) ক্যান্সার হয়েছে ফুসফুসে। শুক্রবার সকাল নাগাদ চিকিৎসার পর তাকে ছুটি দিয়েছে হাসপাতাল। ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর রিপোর্টে জানা গেছে তিনি চতুর্থ স্টেজে আছেন । এরপর চিকিৎসার জন্য তিনি মুম্বাইতে যাবেন ব।য়স হয়ে যাওয়ায় পরিচালকের মধ্যে অন্যান্য জটিলতাও দেখা গেছে । কথা বলার ক্ষেত্রে তিনি ভারসাম্য রাখতে পারছেন না। কিছুক্ষণ কথা বলার পরই হাফ ধরছে তার । তবে চিকিৎসার জন্য তাকে মুম্বাইতে যেতে হবে।
এই সময় তার স্ত্রী তার পাশে থাকবেন বলে জানা যাচ্ছে। টলিউডের বেশ বিখ্যাত পরিচালক ( Bishnu Pal Choudhury) ছিলেন তিনি। জননী নামক ধারাবাহিকটি পরিচালনা করে প্রচুর নাম ও খ্যাতি লাভ করেন তিনি । এছাড়াও তিনি অনেকগুলি টেলিফিল্ম পরিচালনা করেছেন। তার অসুস্থতার কথা জানার পর তার কাছের মানুষরা এবং শুভাকাঙ্খীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।