বুধবার সকালে অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।আর সেখানে গিয়ে ফের রাজ্যের সাম্প্রতিকতম একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি।মূলত,মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই।নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের।এই চার্জশিট পেশের বিষয় নিয়ে এদিন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‌এখনও অনেক কিছুই বাকি রয়েছে দেখার। অনেকেই গ্রেফতার হবেন। কেউ পার পাবেন না। এই দুর্নীতিতে অনেক বড় বড় লোক যুক্ত আছে। পালিয়ে কেউ বাঁচবে না।’‌

আর ভাটাপাড়ায় বোমাবাজিতে কিশোরের মৃত্যুর ঘটনায় তিনি বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই শাসকদল এই সব করছে।’‌

সম্প্রতি চর্চায় রয়েছে সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্ত এবং বিধায়ক শঙ্কর ঘোষের আগমন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ যখন মানুষের শরীর দুর্বল হয়ে যায় কিছুই হজম হয় না। তৃণমূলেরও তাই হয়েছে। এত ভয় পেয়ে গিয়েছে যে সবকিছুতে ভূত দেখছে। সবকিছুতেই সরকার পড়ে যাবে! সরকার যদি পড়ে এমনিতেই পড়বে, কাউকে ফেলতে হবে না। পাশাপাশি তিনি বলেন, ‘সৌজন্য দেখা সাক্ষা্ত্‍ হবে না? বিজেপি ছোঁয়াছুঁয়ির রাজনীতি করে না, যেটা তৃণমূল নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে। এটার বিসর্জন হওয়া উচিত’।

 

আরো পড়ুন:Dilip Ghosh:বিরোধিতাটাই ভালো করতে পারে বামেরা, সরকারটা ওরা চালাতে পারে না:দিলীপ ঘোষ!