‘শচীন তেন্ডুলকর যেমন গড গিফটেড, লতা মঙ্গেশকর যেমন গড গিফটেড, (Mamata) মমতা বন্দ্যোপাধ্যায়ও গট গিফটেড।’

রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন বারাকপুরের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী।

এবার রাজেরই কথার প্রতিধ্বনি শোনা গেল জেলার আরেক বিধায়ক পার্থ ভৌমিকের গলায়। রবিবার বারাসতে শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে একই কথা বলেন মন্ত্রী।

আর তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতে ফের নানা মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এদিনের অনুষ্ঠান শেষে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, ‘রাজ চক্রবর্তী এই মন্তব্যে যাঁরা সমালোচনা করেছেন, আমি তাঁদের উত্তর দিলাম।’

এদিন পাইওনিয়ার অ্যাথলেটি ক্লাবের শ্যামাপুজোর উদ্বোধনে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

উদ্বোধনী মঞ্চে রাজ চক্রবর্তী বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘শচীন তেন্ডুলকর যেমন গড গিফটেড, লতা মঙ্গেশকর যেমন গড গিফটেড, মমতা বন্দ্যোপাধ্যায়ও গট গিফটেড।’

এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata) দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘ইচ্ছে করলেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না।

চাইলেই ২৬ দিন অনশন করতে পারবেন না। লাঠির আঘাতে এত আহত হওয়ার পরও আন্দোলনের মাটি কামড়ে পড়ে থাকা, পারবেন না কেউ।

কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়দের ভগবান তৈরি করেন।’