অবশেষে অপেক্ষার দিন হল শেষ । রবিবার গোটা ভারতবর্ষ অপেক্ষা করছিল ভারত-পাক মহারণের দিকে ।টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রথম মুখোমুখি ছিল ভারত ও পাকিস্তান।৫৪ বলে ৮২ রান করে বিরাট কোহলির ইনিংস ভারতকে ৪ উইকেটের জয়লাভ দেয় ।বিরাট কোহলির জীবনের অন্যতম সেরা ইনিংস বলা যেতে পারে ।পাকিস্তানকে ২০ ওভারে ১৬০ রানের টার্গেট দিলেও ভারত ৪ উইকেটে ম্যাচ জিতে যায়।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয় ম্যাচ।মাঠের মধ্যে প্রায় ৯০ হাজার ২৯৩ জন দর্শক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।সাত ওভারের মধ্যে তাদের চারটি উইকেট হারলেও কোহলি প্রায় এককভাবে ভারতকে জয়ের পথে নিয়ে যান। পাকিস্তানের হয়ে শান মাসুদ ৪২ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন।

ইফতিখার আহমেদ ৩৪ বলে ৫১ রান করে করেন ।ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ১ টি, মহম্মদ শামি ১ আরশদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া তিনটি করে উইকেট নেয়। ভারতের চারটি উইকেট পড়ে গেল শেষ অব্দি এগিয়ে নিয়ে যায় বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া।হার্দিক পান্ডিয়া ৩৭ বলে ৪০ রান তোলেন।