মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata) লতা মঙ্গেশকর শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করলেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী।

বনগায় বিজয় সম্মেলনীতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এছাড়াও দলে দুর্নীতিগ্রস্থদের চিহ্নিত কারণের কাজ চলছে বনগাঁয় বললেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিত্‍ দাস।

বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করা হয়েছে। জেলায় জেলায় বিজয়া সম্মেলনী করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়।

সেই বিজয় সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) ভারতবর্ষের একমাত্র নেত্রী, যিনি মানুষের কথা ভাবেন।

যখন কাজ করেন, এটা ভাবেন না সামনের মানুষটা কোন রঙে রাঙিয়ে

রয়েছে; সিপিএম, বিজেপি না কংগ্রেস না তণমূল। উনি জানেন আমি মানুষের জন্য জন্মেছি।

রাজ আরও বলেন, ‘যেমন লতা মঙ্গেশকর, সচীন তেন্ডুলকর এনাদের ভগবান পাঠিয়েছেন কোনও কাজের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেরকম।

তিনি এমন একজন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। তাঁকে সম্মান করা উচিত্‍।’

পাশাপাশি, বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিত্‍ দাস

দলের কতিপয় লোকের ভুল কাজের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং বলেন, ‘দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা হচ্ছে, দলে দুর্নীতিগ্রস্তদের কোন জায়গা হবে না।’

এদিকে রাজ চক্রবর্তীর মমতাকে নিয়ে করা মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ‘আমাদের সবাইকেই ভগবান পাঠিয়েছেন।

কাউকে আলাদা করে পাঠিয়েছেন এমনটা নয়। উনি এমন বলছেন যদি মার্কসটা একটু বেশি পাওয়া যায়।’ পাশাপাশি তৃণমূলকে ব্যক্তিকেন্দ্রিক দল বলেও কটাক্ষ করেন তিনি।