মুখ্যমন্ত্রীর তার কেটে গেছে, পাশাপাশি কংগ্রেসকে মুদি দোকান বলে কটাক্ষ বিজেপি (BJP) নেতা সজল ঘোষের।

হাবড়াতে বিজেপির একটি অনুষ্ঠানের যোগদান করেন বিজেপি নেতার সজল ঘোষ।

সেখানে অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। এদিন সিঙ্গুর প্রসঙ্গে বিজেপি নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দিদির তার কেটে গেছে।

তিনি বুঝে গিয়েছেন, সিবিআই-ইডির থেকে পুত্রসম ভাইপোকে আর বাঁচানো যাবে না, তার সততার মুখোশটাও খসে পড়ে গিয়েছে, তাই

মানসিক অসুস্থতায় ভুগছেন, যাকে আমরা বাংলায় অনেক সময় মজা করে বলি তার কেটে গেছে, ওনার তারটাও কেটে গেছে।’

পাশাপাশি কংগ্রেসের সভাপতি বদল হওয়া নিয়ে সজল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ভারতের ইতিহাস আর বর্তমান নয়,

গান্ধী পরিবার নয়, আসলে খান পরিবার। পাশাপাশি কংগ্রেসকে মুদি দোকান বলেও কটাক্ষ করেন তিনি।

বিজেপি (BJP) নেতা বলেন, কখনও দোকানে মা বসেন, কখনও ছেলে।

একদম মুদি দোকানের মত ছিল কংগ্রেসটা। তাদের থেকে এবার ক্ষমতা অন্য কারও হাতে গেল ।

পাশাপাশি তিনি টেট উত্তীর্ণদের অনশন নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সজল ঘোষ।

তিনি বলেন, আসলে মুখ্যমন্ত্রী ভাবছেন, এটা বোধ হয় মুখ্যমন্ত্রীর অনশনের মত। রাত হলেই পর্দা ফেলে দেওয়া হতো, তখন চকলেট বিস্কুট চিকেন স্টু অনেক কিছু তিনি খেতেন।

কিন্তু এখানে খোলা রাস্তায় আন্দোলন হচ্ছে, সবাই সবটা দেখতে

পাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না, যিনি নিজে লড়াই করে-আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন।

আসলে, বলে না যে, ক্ষমতায় এলে রাবণ হয়ে যায়, এটা মুখ্যমন্ত্রীকে দেখেই বুঝতে পারলাম।’