তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি। পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।
যার মধ্যে দুটি গুলি তৃণমূল নেতার গা ঘেঁষে বেরিয়ে গেলেও একটি গুলি লেগেছে তার কোমরে।
গুলিবিদ্ধ তৃণমূল (TMC) নেতার নাম গৌরব প্রসাদ। প্রথমে তাকে ভাটপাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করেন চিকিত্সকরা। ঘটনার পরে সেখানে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা ৭ নম্বর ওয়ার্ডে গতকাল মঙ্গলবার রাতে চলছিল বিজয়া সম্মিলনী।
অনুষ্ঠান শেষ হওয়ার পর পার্টি অফিসে বসেছিলেন গৌরব। তখনই বাইকে করে তিনজন আসে।
প্রথমে গৌরবের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই তাদের মধ্যে একজন
আগ্নেয়াস্ত্র নের করে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে গৌরবের কোমরের নীচের অংশে।
এদিকে গুলি চালানোর শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাদের দেখে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। আহত অবস্থায় প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতাকে।
সেখানে তার চিকিত্সা করার পর কলকাতায় রেফার করেন চিকিত্সকরা। স্থানীয় তৃণমূল নেতারা হাসপাতালে দেখতে যান গৌরবকে।
উল্লেখ্য, কিছুদিন আগে এলাকায় বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপরে ফের এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।