টেট (TET) আন্দোলনকারীদের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
সেই মন্তব্যের ২৪ ঘন্টা পরেও নিজের বক্তব্যে অনড় পর্ষদ সভাপতি। বুধবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি নিজের বক্তব্যে অনড় রয়েছেন বলে জানিয়ে দিলেন।
বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যে অনড় থাকার পাশাপাশি পাল্টা প্রশ্ন
করেন, ‘ইউজিসি, ন্যাকের চেয়ারম্যানের বিশেষ দলের প্রতি আনুগত্য নেই বলতে পারবেন?’
একইসঙ্গে তাঁর প্রশ্ন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কি কোনও বিশেষ দলের প্রতি আনুগত্য নেই?’
পাশাপাশি পর্ষদ সভাপতি এটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যে তিনি
যখন সরকারি পদে বসে রয়েছেন তখন ব্যক্তিগত রাজনৈতিক মতের উর্ধ্বে উঠে নিরপেক্ষ থাকেন সর্বদা।
তাঁর কথায়, ‘আমি যখন চেয়ারে তখন আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকি।’
প্রসঙ্গত নিয়োগের দাবিতে সল্টলেকের এপিসি ভবনের সামনে আমরণ অনশন অবস্থানে বসেছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ৪৮ ঘন্টা পেরিয়ে গিয়েছে তাদের অবস্থান।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি বলেন, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁদেরকে অনুরোধ করছি প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে কাজ করবে।
নিয়োগে শুধুমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন, এটা আইনসঙ্গত নয়।’ ওই সাংবাদিক বৈঠকে চাকরি প্রার্থীদের (TET) আন্দোলনের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহুস্তরীয় কিংবা একস্তরীয়
কিছু রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা কিন্তু যেন তেন প্রকারেণ এই আন্দোলনের পিছনে অনুপ্রাণিত করছেন।
আগামী দিনে বোর্ড যে নিয়োগ করতে যাচ্ছে, সেটাকে বাধা দিয়ে এই আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করছেন। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।’