গরু পাচার মামলায় তদন্তের গতিবেগ বাড়াতে সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে জেরা করতে মরিয়া ইডি।কিন্তু গতবারের মতো আবারও সেই জেরা করার আগেই বাঁধার মুখোমুখি হলেন ইডি (ED)।মূলত সোমবারই দিল্লি রইস অ্য়াভিনিউ কোর্ট ইডির আবেদনে সাড়া দিয়ে জানিয়ে দিয়েছিল সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যাবে।সেইমতো সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছিল ইডি।
তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সায়গল।সেখানে আপাতত তাঁর স্বস্তি মিলেছে। কারণ দিল্লি হাইকোর্ট এই ইস্যুতে রায় দিয়ে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। অর্থাত্ এখনই সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আসলে দিল্লি হাইকোর্ট সায়গলের দায়ের করা মামলার শুনানি হতে চলেছে বুধবার। সেই কারণেই আগামীকাল পর্যন্ত এই মামলায় তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না ইডি, এমনটাই জানান হয়েছে। এখন দেখার বুধবারের রায়ে দিল্লি হাইকোর্ট কী জানায়।
আরো পড়ুন:ED:তদন্তের গতিবেগ বাড়াতে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যেতে চাই ইডি!