বর্তমানে নবা দুর্নীতির মাঝে সবার কাছে চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে বউবাজার বিপর্যয়।লাগাতার তিনবার বউবাজারের বুকে ফাটলের মত ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে।ইতিমধ্যেই বউবাজার মেট্রো বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্যে।এই প্রসঙ্গে এবার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপবাবু বলেছেন,-“সে ঠিক আছে।পাপের প্রায়শ্চিত্ত করছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বউবাজারে এই অবস্থা।বারেবারে ভেঙে পড়ছে।এভাবে চলতে পারে না। তাঁরা স্থায়ী সমাধান চায়।কেন্দ্র-রাজ্য সরকার, মেট্রোর যারা এক্সপার্ট আছেন, সমস্যা খুঁজে বার করুক।”
এছাড়াও রাজ্যে ঘটে চলা একাধিক বিষয়ে নিজের মত ব্যক্ত করেছেন তিনি এদিন।অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির তলব করা প্রসঙ্গে তিনি বলেছেন,-“দিল্লিতে অনেককে তলব করা হচ্ছে।নিচু থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত হবে।দুর্নীতি হয়েছে,অনেক মানুষ যুক্ত আছেন।যারা সরকারে আছেন,সকলে সুবিধা নিয়েছেন।ডালপালা ধরে আস্তে আস্তে কাণ্ডের দিকে যাচ্ছে।”
সম্প্রতি বজবজের তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সোজা হয়ে আসবেন,শুয়ে বেরোবেন। ব্যালট বক্সে মহিলারা চু কিতকিত খেলবে।তার এই মন্তব্য নিয়ে এবার মুখ খোলেন দিলীপ ঘোষ নিজেই।তিনি বলেন,-“মহিলাদের সঙ্গে থাকুন।কাপুরুষ হিজরারা মহিলাদের সঙ্গে নিজেকে সুরক্ষিত মনে করেন।দিলীপ ঘোষের সামনে এসো না,বুকের উপর পা দিয়ে চলে যাবে।”
আরো পড়ুন:Dilip Ghosh:ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য সরকারকে ফের সরাসরি কটাক্ষ করলেন দিলীপ ঘোষ!