প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার হিমাচলে যাচ্ছেন।তাঁর কর্মসূচিতে হাজির থাকার জন্য রাজ্য সরকারের তরফে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র দেওয়া হচ্ছে।

জানা যায়,গত ২৯ সেপ্টেম্বর হিমাচলের বিলাসপুর জেলা প্রশাসনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’ যেসব সাংবাদিকরা প্রধানমন্ত্রীর সভা কভার করতে চায় তাঁদের অবশ্যই কতৃপক্ষের কাছে চরিত্রের শংসাপত্র আনতে হবে।’ এই নিয়মের আওতায় পড়ছে বেসরকারি সংবাদমাধ্যমের পাশাপাশি ‘ অল ইন্ডিয়া রেডিও ‘ এবং দূরদর্শনের মত সরকারি প্রতিবেদকরাও।

এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। ক্ষুব্ধ সাংবাদিক মহল। অনেকে মনে করছেন, এটা আসলে সরকার বিরোধী মনোভাবাপন্ন সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সভা কভার করতে না পাঠানোর জন্য পরোক্ষ চাপ সৃষ্টি।

সংস্থার দেওয়া চরিত্র প্রমাণপত্র বিচার করে চূড়ান্ত ছাড়পত্র দেবে পুলিশ ও সিআইডির যৌথ টিম। তবে কোন মানদণ্ডে সাংবাদিকদের চরিত্র বাছাই করা হবে সে ব্যাপারে কোনও আভাস দেওয়া হয়নি।

 

আরো পড়ুন:Amit Shah:অমিত শাহর জম্মু কাশ্মীর সফরের মাঝেই খুন পুলিশের শীর্ষকর্তা!