দিল্লি যাওয়ার পূর্বে এবার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।কলকাতা বিমান বন্দরে রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তারা যে দাবি নিয়ে আন্দোলন করছে তাদের ১০০ ভাগ অধিকার আছে আন্দোলন করার সেই দাবি মেটানো সরকারের দায়িত্ব। আমার বক্তব্য হচ্ছে পুজো এসে গেছে আন্দোলন চলতে থাকবে। বাংলায় সারা বছর আন্দোলন হয়। এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করছে। পুজোর কটা দিন বাড়িতে গিয়ে পুজোতে সময় দিন। কারণ আমরা জানি যে রাজত্বে বাস করছি সেখানে অধিকার ন্যায় পাওয়াটা মুশকিল। পরে আবার জোরদার আন্দোলন হবে।’
উল্লেখ্য,চাকরির দাবিতে শহর কলকাতায় একটানা ৫০০ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা।আজ মহাসপ্তমী।যেখানে গোটা বাংলা মেতেছে দশভুজার আরাধনায়।সেখানে চাকরিপ্রার্থীরা এখনও তাদের আন্দোলনে অনড়। উত্সবের আবহেও শহরের রাজপথে ধর্নায় বসে আছেন বেকার তরুণ-তরুণীর দল।
এর আগে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার তাঁদের পরামর্শ দিয়েছেন পুজোর সময় ধর্না ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে। এবার আন্দোলনকারীদের পুজোর সময় বাড়ি যাওয়ার অনুরোধ করলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়।
আরো পড়ুন:Dilip Ghosh:কুড়মিদের খেপিয়ে তুলছে শাসকদল:দিলীপ ঘোষ!