বিধাননগরের EZCC-তে এবারই শেষ দুর্গাপুজোর আয়োজন করছে (BJP) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি

আগামী বছর থেকে হবে না এই পুজো। এমনই জানালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তিন বছরেই কেন বন্ধ হতে চলেছে এই পুজো। সুকান্তবাবু জানিয়েছেন, পুজো করার বিপুল খরচ বহন করার ক্ষমতা নেই দলের।

শনিবার ষষ্ঠীর সকালে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করে সুকান্তবাবু বলেন, ‘আগামী বছর থেকে বিজেপি আর পুজো করবে না।

পুজো করতে প্রতি বছর ১৫ – ১৬ লক্ষ টাকা খরচ হয়। এই বিপুল খরচ জোগাড় করা মুশকিল।’

বিধানসভা নির্বাচনের আগের বছর EZCC-তে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি (BJP)।

করোনাকালের শুরুতে সেই পুজোয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্‍সাহের অন্ত ছিল না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পুজোর আয়োজনে ভাটা পড়ে।

রাজ্যে ক্ষমতায় আসতে না পেরে অনেকেই তৃণমূলে ফিরে যান। উত্‍সাহ হারান বিজেপি নেতাদের একাংশ।

আর চলতি বছর তো কয়েক সপ্তাহের প্রস্তুতিতে পুজোর আয়েজন হয়েছে।

বিজেপি সূত্রের খবর, পুজো করলে পর পর তিন বার করতেই হয়। এবার এই পুজোর তৃতীয় বর্ষ।

ওদিকে তৃণমূলের কটাক্ষ, রাজ্য বিজেপির দম ফুরিয়ে এসেছে। তাই বন্ধ হচ্ছে পুজো।