অনুব্রতর (Anubrata) অ্যাকাউন্ট থাকা ব্যাঙ্কে বিধ্বংসী আগুন, সিবিআই নথির খোঁজে হানা দিয়েছিল

আজ, বোলপুরের একটি বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগল। সেই আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন গিয়েছিল। কিন্তু তাতে আগুন নেভাতে পারেনি।

বরং দাউদাউ করে জ্বলছে ব্যাঙ্ক। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের (Anubrata) ওই ব্যাঙ্কে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে বলে খবর।

এখানেই তথ্যের খোঁজে দু’বার হানা দিয়েছিল সিবিআই। সিবিআই তদন্ত চলাকালীন এই অগ্নিকাণ্ড অনেককেই ভাবিয়ে তুলেছে।

স্থানীয় সূত্রে খবর, এখানেই গরু পাচার মামলার টাকা জমা হয়েছিল কিনা তা জানতে এসেছিল সিবিআই।

কী ভাবে ব্যাঙ্কে আগুন লাগল সেটাও স্পষ্ট নয়। অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই বলে দাবি। সেই দাবি তারা আদালতে পেশ করেছিল।

আর এই দাবির সপক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সম্পর্কে খোঁজ করতে বেশ কয়েকটি ব্যাঙ্কে হানা দেন। তার মধ্যে এই ব্যাঙ্কটি রয়েছে।

সেখানে আগুন লেগে যাওয়ায় বহু নথি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে নথি তাঁরা পাবেন না বলেই মনে করা হচ্ছে।

সিবিআই সূত্রে খবর, এই বেসরকারি ব্যাঙ্কে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে অনুব্রত মণ্ডলের। আর সেখানে প্রচুর টাকার লেনদেন হয়েছিল।

যেদিন অনুব্রতর বাড়িতে গিয়ে মেয়ে সুকন্যাকে জেরা করেছিল সিবিআই, সেদিন একটি টিম এই ব্যাঙ্কে নথির খোঁজে গিয়েছিল।