তাজমহলকে (Taj Mahal) বাঁচাতে এবার এগিয়ে এল সুপ্রিম কোর্ট

সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কিশন কাঔল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে বলেছে,


অবিলম্বে এই স্মৃতিসৌধের পাঁচশো মিটারের মধ্যে সব ধরনের ব্যবাসায়িক কাজকর্ম বন্ধ করতে হবে।

ডিভিশনবেঞ্চে তাজমহলের সৌন্দর্য রক্ষা করতে একটি মামলা দায়ের হয়।

আজ, মঙ্গলবার বিচারপতি কাঔল এবং বিচারপতি ওকার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেই মামলায় দায়ের হওয়া আর্জি পরে শোনায় ডিভিশন বেঞ্চ।

বেঞ্চ বলে, আর্জিতে বলা হয়েছে, মহামান্য আদালত যেন অবিলম্বে

আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে বলে ঐতিহ্যমণ্ডিত তাজমহলের (Taj Mahal)পাঁচশো মিটার এলাকা জুড়ে যে সব বাণিজ্যিক কাজকর্ম চলছে, তা বন্ধ করতে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ডিভিশন বেঞ্চ মনে করে, এই আর্জির গুরুত্ব রয়েছে। তাই, আগ্রা ডেভেলপমেন্ট অথরিটিকে এই এজলাস নির্দেশ দিচ্ছে, ঐতিহ্যমণ্ডিত

তাজমহলের পাঁচশো মিটার এলাকা জুড়ে চলতে থাকা সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে। এই ব্যাপারে তাদের কাছে রিপোর্ট দাখিল করতে হবে।

মামলা দায়ের করেন সর্বোচ্চ আদালতের আইনজীবী এডিএন রাও।

দায়ের হওয়া মামলায় তিনি বলেন, তাজমহলের সৌন্দর্য সুরক্ষিত থাকুক, সেটা তাঁর একার ইচ্ছে নয়।

ইতিহাসবিদ থেকে শুরু করে পরিবেশবিদ -সকলেই চাইছে ঐতিহাসিক এই স্মৃতিসৌধের সৌন্দর্য রক্ষা করা প্রয়োজন।

তাদের সকলের হয়ে তিনি ভারতের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার শুনানিতে রাজি হওয়ায় আইনজীবী রাও ডিভিশন বেঞ্চের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।