২১ দিন ধরে নিখোঁজ ছিলেন এক মহিলা।শত খোঁজ করেও মেলেনি মহিলাকে।তবে এবার ওই মহিলার মুণ্ডকাটা দেহ উদ্ধার হয়েছে।জানা যায় এমনি হারহিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।শনিবার সকালে মধ্যমগ্রাম (Madhyamgram) পুরসভার এক নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত রিজিয়া ইটভাটার মাঠ থেকে উদ্ধার হয় সেই পচা-গলা দেহ।মৃতদেহের পাশেই পাওয়া গিয়ে সেই মহিলার মাথাটি।স্থানীয়রা সেই বীভত্‍স দৃশ্য দেখার পরই তড়িঘড়ি খবর দেয় পুলিশকে।ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ।এরপর সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে।তারপর নিখোঁজ মহিলার ছেলেকে ডেকে দেহ শনাক্ত করা হয়।

এই বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় ৩ সপ্তাহ ধরে এই ওয়ার্ডের বাসিন্দা বয়স ৪৫ বছরের তপতী হালদার নিখোঁজ ছিলেন।মধ্যমগ্রামের আইস বাগানের বাসিন্দা।তিনি এক বেসরকারি বিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।এর পাশাপাশি পুরসভার আশাকর্মী হিসেবেও কর্মরত ছিলেন তিনি।গত ৯ সেপ্টেম্বর বিকেলের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না এই মহিলার।এরপর সেদিন রাত ১১টা নাগাদ মধ্যমগ্রাম থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে তপতীর ছেলে পার্থ হালদার।এরপর পুলিশ খোঁজ খবরও শুরু করেছিল।কিন্তু খুঁজে পায়নি।অবশেষে শনিবার সকালে উদ্ধার হয় তপতীর মুণ্ডকাটা দেহ।ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন,পুলিশ সক্রিয় হলে এমন ঘটনা ঘটত না।জীবিত অবস্থাতেই মহিলাকে খুঁজে পাওয়া যেত।

এছাড়াও এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাম নেতা আহমেদ আলী খান।তিনি জানান,পুলিশি নিষ্ক্রিয়তায় বাগুইআটির ঘটনা ঘটেছে,একই ঘটনার পুনরাবৃত্তি মধ্যমগ্রামে।

 

আরো পড়ুন:Baguihati:বাগুইহাটি জোড়া খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত!