গত শনিবারের টিটাগর (Titagarh) ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের ঘটনার রেশ এখনো কাটেনি।এখনো আতঙ্কে রয়েছেন পড়ুয়ারা।এমন পরিস্থিতিতে টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় এবার গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহণ করল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন।এই কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুঙ্গ (Priyank Kanoongo)।

দেখা যায়,বুধবার এই ঘটনাস্থল পরিদর্শনের জন্য রাজ্যে এসে পৌঁছন তিনি।এবং তার সঙ্গে আসেন আরো দুই প্রতিনিধি দল।কীভাবে বিস্ফোরণ হল, ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, কারা অভিযুক্ত, পুলিশ এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে-এই সবই তিনি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।

এরপর সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে প্রিয়াঙ্ক কানঙ্গ বলেন,-“সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন তারা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে।তবে স্কুল কর্তৃপক্ষ সহ প্রশাসনের বিরুদ্ধে খুব উপড়ে দিয়ে তিনি জানালেন স্কুলে বোম ফাটার পরেও কেন জরুরী ভিত্তিকভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হল না পরবর্তীকালে আবার কোন বোম ফাটবে কিনা সেটা কারোর জানা ছিল না যদি পারত তাহলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতো।”

প্রসঙ্গত,সোমবার এই বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।তিনি এই নিয়ে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah)।শুভেন্দুর দাবি, পুলিশ প্রথম থেকে এই বিস্ফোরণের ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করছে।স্কুলের ছাদে বিস্ফোরণ হলেও কেউ হতাহত হয়নি, এই যুক্তি দেওয়া হচ্ছে।এমন যুক্তি দেওয়া হচ্ছে, যাতে মনে হচ্ছে এটা পুলিশের কাছে খুব সাধারণ ঘটনা।এই প্রেক্ষিতে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু অধিকারী।

আর তারপরই জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রধানের ঘটনাস্থল পরিদর্শনে আসা যে কতটা তাত্‍পর্যপূর্ণ তা বেশ ভালই বুঝতে পারছেন রাজনৈতিক মহল।এবার এই ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেই,সে দিকে চোখ সবার।

 

আরো পড়ুন:Titagarh:ব্যক্তিগত শত্রুতার জেরেই টিটাগড় স্কুলে বোমা বিস্ফোরণ,জানালেন পুলিশ!