মুখ্যমন্ত্রিত্বের (Mamata) প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় পেলেই কলম বা তুলি নিয়ে বসে পড়েন।
গতবার পুজোর অ্যালবামের জন্য গানের দু’কলি শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
এবার পুজোর অ্যালবামেও সম্পূর্ণ গান গেয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর এমনটাই।
মহালয়ায় নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উত্সব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম। যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা।
প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও করেন। এবারও তার অন্যথা হচ্ছে না।
সূত্রের খবর, প্রকাশিত হতে চলা এই ‘বাংলা গান, উত্সবের গান’ অ্যালবামের গান শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়।
তবে সেটি কোন গান, তা এখনও স্পষ্ট নয়। রবিবার অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
গত বছর ৩০ সেপ্টেম্বর ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগের রাতে শিল্পী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন শিল্পী নচিকেতাও।
তৃণমূলের অন্দরের খবর, সেদিন অনেক রাত পর্যন্ত গানের রেওয়াজ সারেন মুখ্যমন্ত্রী (Mamata) ।
প্রায় এক ঘণ্টা মতো গান নিয়ে আলোচনা এবং সুর বাঁধার কাজ হয় বলে খবর। সেই গানই মহালয়ার সন্ধেবেলায় প্রকাশ্যে এসেছিল।
জানা গিয়েছে, এবারের অ্যালবামের মূল থিম ‘নারীশক্তি’, উত্সব, একটি গানের প্রসঙ্গে উঠে আসবে ইউক্রেনের ভারতীয় ছাত্রছাত্রীদের কথাও।
সূত্রের খবর, উত্সবের গান অ্যালবামের কথা ও সুর দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
গান গেয়েছেন জিত্ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, মনোময়, শ্রীরাধা, চন্দ্রিকা, অদিতি, তৃষা, ইন্দ্রনীল ও মমতা বন্দোপাধ্যায় নিজে।