এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির পর এবার সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে মূল মাথা কে? সম্ভবত জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে এটাই জানতে চেয়েছে সিবিআই।
তদন্তকারী সংস্থা সূত্রে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘আমার ভূমিকা খুব সীমিত ছিল।
গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’।
নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা রয়েছে পার্থর? কীভাবে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল? কার নির্দেশে এই কাজ হয়েছিল? রয়েছে এহেন বহু প্রশ্ন।
মনে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha) কাছ থেকে এরকমই কিছু প্রশ্নের উত্তর চেয়েছে সিবিআই।
সূত্র অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না। তাঁর কথায়, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত, সেই ফাইলে সই করতাম।
আমার ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’।
দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করছে তদন্তকারী সংস্থা।
সূত্র অনুযায়ী, নিয়োগ দুর্নীতিতে নিজের যোগ অস্বীকার করলেও তথ্য প্রমাণ বলছে সরাসরি যোগ রয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। তথ্য গোপন করেছেন তিনি।
এমনকি দুর্নীতির দায় এড়িয়ে গিয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। এদিকে এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে ফের হেফাজতে পেয়েছে গোয়েন্দা বিভাগ।
সূত্র অনুযায়ী, সকলের বলা কথা এক সুতোয় গাঁথতে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে CBI।