প্রতিদিনের মতো রবিবারও নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।সেখানে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে ফের বিস্ফোরক দিলীপ।রাজ্যের একাধিক বিষয়ে মন্তব্যের সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরের সাথে তাল মেলালেন এদিন তিনি।

মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন,’ডিসেম্বরের পরে সরকার চালাতে দেব না।’তার এই মন্তব্যর সঙ্গে এবার সহমত হলেন এবার দিলীপবাবুও।রবিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমে সম্মুখীন হয়ে তিনি বলেন,’উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন।যেভাবে ধরা পড়ছে নতুন নতুন চুরি,তাতে কেউ গায়েব হয়ে যাচ্ছেন কেউ চলে যাচ্ছেন।তাতে কতদিন চালাবে দেখা যাক!’

উল্লেখ্য,শনিবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ভয়াবহ ঘটনার সাক্ষী রেখেছেন টিটাগরবাসী।ছাদে বিস্ফোরণ ঘটিয়েছে এবার দুষ্কৃতীবাসীরা।এমনকি সেই বিস্ফোরণে উড়ে গিয়েছে স্কুলের ছাদের একাংশ।এই নিয়েও এবার মন্তব্য করেন দিলীপ ঘোষ।তিনি বলেন,’টিটাগড় ব্যারাকপুরে বিস্ফোরণ বোম বন্দুক এটা নতুন কিছু নয়।ওখানকার রাজনীতিটাই এরকম।মাঝে অর্জুন সিং আমাদের দিকে এসেছিলেন কিন্তু তাঁর উপরে আক্রমণ হতো তাই বাধ্য হয়ে চলে গিয়েছেন।যত ক্রিমিনালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে।কাজ নেই, বহু বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে।তাদের হাতে বোম বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে।তোলাবাজি করে খাচ্ছে।একেই শিক্ষার যে দুর্নীতি তার মধ্যে স্কুলে যদি এইভাবে বোমাবাজি হয় তাহলে কি বাবা-মা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন?’

বর্তমানে আরও একটি বিষয়কে নিয়ে রীতিমত রাজ্য রাজনীতি আন্দোলিত হচ্ছে বলা যায়।পুলিশের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শনিবার রাতে মুর্শিদাবাদের ভরতপুর থানা ঘেরাও করতে দেখা যায়।একই সঙ্গে ওসির অপসারণ এর দাবিও তোলেন তিনি।জমি জবরদখলের অভিযোগ তিনি করেন পুলিশের বিরুদ্ধেই।এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,’পুলিশ পার্টির হয়ে এসব কাজ করত।গরু পাচারের টাকা কয়লা বালি পাচারের টাকা পুলিশ তুলে দিত।যেটা পুলিশের কাজ সেটা করছে না। অন্য রাজ্য থেকে তাই পুলিশ এসে ড্রাগ পাচারকারীদের ধরে নিয়ে যাচ্ছে,এখানকার পুলিশ তার খোঁজও রাখছে না।রাজনীতির কাজ আর পার্টিকে টাকা দিতে গিয়ে পুলিশও এই ধরনের ব্যবসাতে নেমে গেছে’।

 

আরো পড়ুন:Dilip Ghosh:’শিল্প, চাকরি না হলে বিশ্বকর্মা পুজো করবে কে?’ বিতর্কিত মন্তব্য করে বিপাকে দিলীপ!