শনিবার ছিল বিশ্বকর্মা পুজো।রাজ্যজুড়ে সাড়ম্বরে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছিল।আর তার মধ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে।শনিবার মেদিনীপুরে বসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এবারের বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশাজনক। শিল্প নেই। বিশ্বকর্মায় টাকা আসত। কাটমানি, সিন্ডিকেটের টাকা তাও নেই। পুজোয় জৌলুস চলে গিয়েছে। শিল্প, চাকরি না হলে বিশ্বকর্মা পুজো করবে কে? বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। বিশ্বকর্মা পুজো করে কোনও লাভ নেই। বিশ্বকর্মার আরাধনা কাজের মাধ্যমে হোক। সধারণ মানুষ যখন আনন্দে থাকবেন তখন রাজ্যে বিশ্বকর্মা আসবেন। পুজো হবে।’
আর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়।এবং বিশ্বকর্মা পুজোর দিন রাজ্য সরকারকে বিঁধতে গিয়ে তিনি যে কতটা বিপাকে পড়েছেন,সে বিষয়ে কোনও সন্দেহ নেই।অনেকেই বলছেন রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি করতে গিয়ে আদতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন দিলীপ ঘোষ। তবে তা নিয়ে যেন মাথাব্যথাই নেই বিজেপি সাংসদের। পরিবর্তে বাক্যবাণ ছুঁড়েই চলেছেন তিনি।
এদিন নিজের সংসদীয় এলাকায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের গাঁটওয়ালা কাঁচা বাঁশ কেটে রাখার নিদানও দেন দিলীপ। তিনি বলেন, ‘গ্রামেগঞ্জে যেখানে অত্যাচার হচ্ছে, বলে রাখুন বেশি দিন চলবে না। আগামী পঞ্চায়েতে এর বিচার হবে। সাধারণ মানুষের বিচার। এবারও ভয় দেখিয়ে জিতে যাবে। আমি বলেছি, কাঁচা বাঁশ কাটতে। খালি কাঁচা বাঁশ নয়। গাঁটওয়ালা বাঁশ কেটে রাখতে হবে। পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে প্রাণের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়।’
তিনি আরো বলেন,-বলেন, “আমরা সোজা মনে ভোট করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের মনোনয়ন করতে ঢুকতে দেওয়া হয়নি। এবার কিন্তু আমরা খালি হাতে যাব না। কাঁচা বাঁশ নিয়ে যাব। এখন থেকে বাঁশ কেটে রাখুন। বাড়িতে রাখুন, যেন সেই বাঁশ শুকিয়ে না যায়। বাঁশ ছাঁটবেন না, যেন গাঁট বেরিয়ে থাকে। মারলে যাতে গায়ে দাগ হয়।” স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদের এহেন বিতর্কিত মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।এই প্রসঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, কোনটাই ওয়ানওয়ে ট্রাফিক নয়। যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁরা যেন কথাটা মাথায় রাখেন। এরপর কামারহাটির বিধায়ক মদন মিত্র কটাক্ষের সুরে বলেন, বাঁশ ব্যবহার করতে এবং বাঁশ দিতে জানতে হবে। আপনাদেরও বাঁশ খাওয়ার সময় আসছে।
আরো পড়ুন:Mamata : মমতাকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ