চেঙ্গিস খানের দেশের মাটিতে পা পড়ল (Rajnath Singh) ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর।

উল্লেখযোগ্যভাবে রাজনাথ সিং হলেন প্রথম ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী, যিনি মঙ্গোলীয়া সফরে গেলেন।

শুধু তাই নয়, মঙ্গোলিয়ান প্রেসিডেন্টের কাছ থেকে উপহার হিসেবে পেলেন একটি স্বেতশুভ্র ঘোড়া। টুইট করে সেই ছবিও শেয়ার করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির কথা আমরা সবাই জানি। অন্যদিকে মঙ্গোলিয়ার সঙ্গেও চিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে।

এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মঙ্গোলিয়া ‘অভিযান’ বেশ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিকবিদদের একাংশ।

টুইট করে রাজনাথ সিং (Rajnath Singh) লিখেছেন, মঙ্গোলিয়ার বিশেষ বন্ধুর কাছ থেকে বিশেষ উপহার পেয়েছি। এই অসাধারণ সৌন্দর্যের নাম দিয়েছি ‘তেজস’।

ধন্যবাদ প্রেসিডেন্ট খুরেলসুখ। ধন্যবাদ মঙ্গোলিয়া।” বলা বাহুল্য, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ ইঞ্জিন বিশিষ্ট ভারতের বায়ুসেনার

যুদ্ধবিমানের নাম তেজস, যা কিনতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বিশ্বের একাধিক দেশ।

এবার কি সেই তালিকাতে জুড়তে চলেছে মঙ্গোলিয়ার নাম! বাড়ছে সম্ভাবনা।

প্রসঙ্গত, ৫ দিনের মঙ্গোলিয়া সফরে গিয়েছেন রাজনাথ সিং। বুধবার সেখানকার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও।