১৪ দিনের জেল হেফাজতের (Anubrata) মেয়াদ শেষ। আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে পেশ।

আসানসোল সংশোধনাগারে কেষ্ট (Anubrata) ও দেহরক্ষী সয়গলকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সূত্রের খবর, প্রথমে প্রায় ২০ মিনিট সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৫০ মিনিট প্রশ্ন করা হয় কেষ্টকে।

সায়গলকে ১৪টি প্রশ্ন করা হয়। অনুব্রতকে ২০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়।

সিবিআই সম্প্রতি যে সব তল্লাশি অভিযান চালিয়েছে, সে বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী ও মেয়ে সুকন্যার সম্পত্তি নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। সায়গল কিছু কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বলে দাবি সিবিআই আধিকারিকদের।

কিন্তু অনুব্রত মণ্ডলও নাকি আগের দিনের তুলনায় কিছুটা নমনীয় ছিলেন।

প্রথম থেকে তদন্তে অসহযোগিতার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল এ দিন তেমনটা হয়নি।

বেশ কিছু প্রশ্নের নাকি সাবধানি উত্তরও দিয়েছে অনুব্রত। কেষ্টর ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ।

আজ ফের আসানসোল কোর্টে হাজিরা।