কয়লা পাচার মামলার (Coal Smuggling Case) তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পরিবারের সঙ্গে যুক্ত তিনটি সংস্থা। সূত্রের খবর,এই তিনটি সংস্থায় অভিষেকের বাবা-মা হয় ডিরেক্টর পদে বা মনোনীত অংশীদার হিসাবে রয়েছেন।

কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি,এই সংস্থাগুলি আদতে ভুয়ো।কালো টাকা সাদা করতেই নাকি এই সংস্থাগুলি ব্যবহার করা হয়েছে।এবার এই তিনটি সংস্থা সম্পর্কে যাবতীয় তথ্য হাতে পেতে চায় ইডি।সেই লক্ষ্যপূরণেই চলছে তদন্ত।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে নেমে সংশ্লিষ্ট তিনটি সংস্থার হদিশ পেয়েছেন গোয়েন্দারা।এই সংস্থাগুলি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায় নামে রয়েছে।সিজিও কমপ্লেক্স সূত্রে খবর, এই তিনটি সংস্থাই দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় অবস্থিত।তিনটি সংস্থাই রয়েছে একই ঠিকানায়। সেটি হল, পি-733, ব্লক-পি, নিউ আলিপুর, কলকাতা- 700053।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:ইডি-সিবিআই-এর ভয়ে ছ’ মাস ঘরে ঢুকে বসে থাকব ভাবলে ভুল ভাবছে:অভিষেক!