চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হতে চলেছে ৫ জি পরিষেবা। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ইতিমধ্যে পুরোদমে ৫ জি পরিষেবা চালু করার প্রক্রিয়া পুরোদমে চলছে। আর ৫ জি পরিষেবা চালু হতে না হতেই ভারতে শুরুর পরিকল্পনা চলছে ৬ জি পরিষেবা(6G Service)।

দেশে যখন ৫ জি পরিষেবার প্রস্তুতি তুঙ্গে তখনই ৬ জি পরিষেবা(6G Service) নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন চলতি দশকের শেষের দিকেই চালু হতে চলেছে ৬ জি পরিষেবা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হেকাথন ২০২২ এর গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি উল্লেখ করেন চলতি দশকের শেষের দিকে ভারতে ৬ জি পরিষেবা(6G Service) চালু হতে চলেছে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে যেসব শহরে ৫ জি পরিষেবা চালু হতে চলেছে সেই শহরের তালিকায় নাম রয়েছে কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডিগড়, চেন্নাই, দিল্লী, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, লখনৌ, মুম্বাই, ও পুনে। প্রাথমিকভাবে ভারতের ১৩ টি শহরে ৫ জি পরিষেবা চালু হলেও আগামী তিন বছরের মধ্যে দেশের সব প্রান্তে এই পরিষেবা ছড়িয়ে যাবে বলে আশ্বস্ত করেছে টেলিকম মন্ত্রী।