অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ৬ মাসের মধ্যে নতুন তৃণমূল (TMC) আসার ঘোষণা করে শহর কলকাতার বুকে ইতিমধ্যেই পড়েছে পোস্টার। এমনকী কলকাতার সীমারেখা ছাড়িয়ে জেলাতেও সেই ধরনের পোস্টার দেখা গিয়েছে। এবার কলকাতায় দেখা গেল নতুন এক হোর্ডিং।
যেখানে লেখা,”পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যত।”তাতে আরও লেখা,”মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল (TMC) কংগ্রেস ছিল, আছে, থাকবে।” হোর্ডিংয়ের তলায় লেখা,”প্রচারে:২৮ ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম।”রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে দেখা যায় এই নতুন হোর্ডিংটি।
এদিনের এই নতুন পোস্টার নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “এই পোস্টার দলের তরফে দেওয়া হয়নি। এটি দিয়েছে সিটিজেনস ফোরাম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। আমি এখনও দেখিনি। কিন্তু এটা ভাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে এবং থাকবে।”
আরো পড়ুন:Mamata Banerjee:সোমবারই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী!