নিজেদের সৌন্দর্যের জন্য আমরা কিনা করি। আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ হচ্ছে চোখের ভ্রুর। সব মেয়েই চায় তার ঘন এবং কালো ভ্রুর হোক অনেক সময় আমরা নিজেদের সৌন্দর্য বজায় রাখতে কখনো পার্লারে যায় কিংবা কখনো দামি দামি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু আমরা জানিও না নিজেদের অজান্তে আমরা নিজেদের কত ক্ষতি করছি । এবার ঘরোয়া উপায় উপায় পেয়ে যান ঘন এবং সুন্দর ভ্রু।

 

 

ভ্রু (beautiful Eyebrow)কালো এবং ঘন করতে পেঁয়াজের রস অত্যন্ত উপযোগী। পেঁয়াজে থাকা বিদ্যমান উপাদানগুলো। যেমন ভাইটামিন, সালফার, মিনারেলস ইত্যাদি নতুন ভ্রু গজাতে সাহায্য করে। এর ফলে আপনার ভ্রু হয়ে ওঠে ঘন এবং কালো। পেঁয়াজ ভালোভাবে কেটে তার রস বের করে নিয়ে আপনার ভ্রুতে লাগান। এবং কিছু সময় পর। পরিষ্কার করে নিন

 

 

 

ভ্রু (Eyebrow)ঘনত্ব বৃদ্ধিতে অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটিতে রয়েছে ভিটামিন ই যা আপনার ভ্রুকে সবসময়ই ময়েশ্চারাইজড করবে। তাই প্রতি রাতেই ভ্রুতে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগিয়ে শুয়ে পড়ুন এবং সকালে উঠে ধুয়ে নিন। এতে আপনার ভ্রু হবে কাল।

 

ভ্রু (beautiful Eyebrow)ঘন এবং কালো করতে রোজ রাতে শোবার আগে নারকেল তেল লাগান। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন । এতে ভ্রু কালো এবং ঘন হবে।নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। সঙ্গে ঘনও করে

 

চুলকে শক্তিশালী করে তুলতে ভিটামিন ই প্রয়োজন, যা বাদামের তেলে পাওয়া যায়। বাদামে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বক এবং চুলের জন্য খুব ভালো। তাই ঘন এবং সুন্দর ভ্রু পেতে বাদামের তেল ব্যবহার করুন।

Image source-google