গত শুক্রবার সকালে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সলমন রুশদির(Salman Rushdie) ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। সেই প্রাণঘাতী হামলার পর আপাতত লেখককে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। সলমন রুশদির(Salman Rushdie) সচিব অ্যান্ড্রু ওয়াইলি ইতিমধ্যে জানিয়েছেন লেখককে ভেন্টিলেশন থেকে সরিয়ে আনা হয়েছে এবং তিনি কথা বলতে পারবেন।

সলমন রুশদিকে(Salman Rushdie) নিউ ইয়র্কে যিনি আক্রমণ করেছিলেন সেই হাদি মাতার নিউ ইয়র্কের একটি আদালতে আবেদন করেছেন যে হত্যার চেষ্টার অভিযোগে তিনি দোষী নয়। শনিবার হাদি মাতারকে কেন্দ্রীয়ভাবে সাজা দেওয়া হয় এবং চৌতাকুয়া কাউন্টি জেলে তাকে জামিন ছাড়াই রিমান্ডে নেওয়া হয়।

হাদি মাতারের আইনজীবী নাথানিয়েল ব্যারন দাবি করেছেন তার মক্কেল দোষী নয়। এই বিষয়ের নিউইয়র্ক ষ্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২২ সালের ১২ অগাস্ট ফৌজদারি তদন্ত ব্যুরো ফেয়ারভিউয়ের ২৪ বছর বয়সী হাদি মাতারকে হত্যার প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। মাতারকে এসপি জেমসটাউনে তোলা হয় এবং চৌতাকুয়া কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়। ১৩ অগাস্ট তাঁকে কেন্দ্রীয়ভাবে সাজা দেওয়া হয় এবং চৌতাকুয়া কাউন্টি জেলে জামিন ছাড়াই রিমান্ডে নেওয়া হয়।’

নিউইয়র্ক স্টেট পুলিশ বিবৃতিতে জানিয়েছে,’১২ অগাস্ট, ২০২২, সকাল ১০:৪৭ নাগাদ, একজন পুরুষ সন্দেহভাজন যাঁকে পরে ফেয়ারভিউয়ের ২৪ বছর বয়সী হাদি মাতার নামে শনাক্ত হয়, মঞ্চে উঠে সলমান রুশদিকে আক্রমণ করে। রুশদি গভীর ছুরিকাঘাতের শিকার হন। ঘাড় ও বুকে ক্ষত হয়েছে তাঁর এবং হেলিকপ্টারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’