বর্ণবিদ্বেষের কালো ছায়া রয়েছে নিউজ়িল্যান্ড ক্রিকেটও। এমনটাই অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার রস টেলর (Ross Taylor)। শুধু তা-ই নয়, এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিউজ়িল্যান্ডের এই সর্বকালের সেরা ব্যাটসম্যান (Ross Taylor) টেস্ট ও ওয়ান ডে-তে নিউজ়িল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ সেই অভিজ্ঞতার কথা লিখেছেন টেলর। তাঁর বই থেকে নিউজ়িল্যান্ড হেরাল্ড পত্রিকা উদ্ধৃত করেছে একটি অংশ। সুত্রের খবর, সেখানে প্রাক্তন ব্যাটসম্যান লিখেছেন, ‘‘নিউজ়িল্যান্ড ক্রিকেটে শ্বেতাঙ্গদের আধিপত্যই বেশি। আমার ক্রিকেট জীবনের বেশিরভাগ সময়ে আমি ব্যতিক্রম হিসেবেই ছিলাম। সাদাদের মধ্যে এক বাদামি মুখ।’’
আরও পড়ুন: Washington Sundar: জিম্বাবোয়ে সফরের আগে ফের চোট-আতঙ্ক ভারতীয় দলে
এ হেন বর্ণবিদ্বেষের উদহারণ টেলর (Ross Taylor) পেশ করেছেন তাঁর বইতে। যা শুনতে হয়েছিল নিজেদের ড্রেসিংরুমেই। টেলর আরও লিখেছেন, ‘‘নানা দিক থেকেই ড্রেসিংরুমের কথাবার্তাকে আমি সেখানকার প্রকৃত পরিবেশ বোঝার রসদই বলব। এক জন সতীর্থ যেমন চিরকাল আমাকে বলে এসেছে, ‘রস, তুমি হলে অর্ধেক ভাল ছেলে। কিন্তু কোন ভাগটা তোমার ভাল? আসলে তুমি বুঝতেই পারছ না যে আমি কী বলতে চাইছি।’ আমি কিন্তু দিব্যি বুঝতে পারতাম ও কী বলতে চায়। অন্য সতীর্থরাও সুযোগ পেলেই নিজেদের জাতিগত গরিমা তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ত।’’