গরু পাচার কাণ্ডে গ্রেফতার (Anubrata) তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত সিবিআই হেফাজতে।

বৃহস্পতিবার প্রায় শেষ রাতে তাঁকে নিয়ে কলকাতায় পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তৃণমূল নেতাকে মেডিক্যাল টেস্ট করানোর জন্য আলিপুর সেনা হাসপাতালে আনা হল।

আদালতের নির্দেশ মত অনুব্রত মণ্ডলের (Anubrata) মেডিক্যাল টেস্টের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে।

তাতে হার্ট, ইউরোলজি এবং মেডিসিনের বিশেষজ্ঞ চিকিত্‍সকরা। সিবিআই সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডল কয়েকজন প্রভাবশালীর নাম করেছে, যারা এই গরু পাচার কাণ্ডে যুক্ত ছিলেন।

এছাড়াও জানা গিয়েছে, দুপুরে হালকা খাবার খেয়েছেন অনুব্রত। এদিন দুপুরে নিজাম প্যালেসে তার সঙ্গে দেখা করেন তার আইজীবী।

তবে উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন কি না তার মক্কেল, সে বিষয়ে তিনি কিছু বলতে চান নি।