জেলের প্রতিদিনের অভিজ্ঞতা এবার লিখবেন (Partha Chatterjee) পার্থ। ইতিমধ্যে তিনি চেয়ে নিয়েছেন কাগজ এবং পেনও।

সময় কাটানোর জন্য বইও পড়ছেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। জেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং বাংলা সাহিত্য অমনিবাস পড়ছেন তিনি।

জানা গেছে, পার্থ (Partha Chatterjee) তাঁর আইনজীবীকে কিছু বই পাঠাতে অনুরোধ করেছিলেন, যাতে জেলের সময় কাটানো যায়।

পার্থর ইচ্ছা অনুযায়ী তাঁর বাসভবন থেকে প্রেসিডেন্সি জেলে বেশ কিছু বই পাঠানো হয়েছে।

সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুকন্যা ভট্টাচার্য তাঁকে এই বইগুলো দেন।

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে আপাতত দুটি বই দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং অন্য বইটি মহাশ্বেতা দেবীর লেখা বাংলা সাহিত্য অমনিবাস।

পার্থ যখন ইডি হেফাজতে ছিলেন, তাঁর কাছে আগে থেকেই একটি বই রাখা ছিল। গত শুক্রবার তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বইটি প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেয়।


সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় শুধু বই নয়, কিছু সাদা কাগজ ও একটি পেনও চেয়েছেন। তাঁর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য তাঁকে এই বইগুলির সঙ্গে কাগজ ও পেনও দিয়েছেন।

জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিচার বিভাগীয় হেফাজতের প্রতিদিনের অভিজ্ঞতার কথা লিখতে চান।

তাই জন্য কাগজ ও পেন চেয়েছেন। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ও তাঁর পরিবারের বাকি সদস্যদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। জেলে এককথায় তিনি সাধারণ বন্দীদের মতোই দিন কাটাচ্ছেন।