বিকেলেই বিজেপি-সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)।এবং বিজেপি সঙ্গ ছাড়ার পরই আরজেডির হাত ধরেছেন নীতীশ কুমার।জোটবন্ধনের আগে আরজেডির তেজস্বী যাদবকে নীতীশ কুমার বলেছেন, ২০১৭ সালে যা হয়েছিল, তা ভুলে যান। নয়া অধ্যায় শুরু করা যাক। পাশাপাশি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে ১৬৪ জন বিধায়কের তালিকা।

জানা যায় বুধবার দুপুর ২টোয় রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন। মহাগঠবন্ধনের বৃহত্তম দল আরজেডির তরফে মঙ্গলবার বিকেলে টুইট করে এ কথা জানানো হয়েছে।টুইটারে লেখা হয়েছে, ‘আগামিকাল রাজভবনে দুপুর ২টোয় মাননীয় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’

আরজেডি সূত্রের দাবি জেডি (ইউ) প্রধান নীতীশ মুখ্যমন্ত্রীপদে এবং আরজেডি নেতা তেজস্বী উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বলে। অন্য মন্ত্রীরা কয়েক দিন পরে শপথ নিতে পারেন বলে লালুপ্রসাদের দলের তরফে ইঙ্গিত মিলেছে।

২৪৩ আসনের বিহার বিধানসভায় একটি আসন বর্তমানে খালি রয়েছে। গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। মঙ্গলের সন্ধ্যায় রাজভবনে গিয়ে নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দিয়েছেন বলে আরজেডি সূত্রের খবর।

 

আরো পড়ুন:Adhir Ranjan Chowdhury:এবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল অধীর!